ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাজার সমিতির আসন্ন নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইশতেহার প্রকাশ করেছেন পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম. হারুন-অর-রশীদ হারুন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি নির্বাচিত হলে সাধারণ ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করেন।
লিখিত বক্তব্যে হারুন ঘোষণা করেন, বিজয়ী হলে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবেন। পাশাপাশি ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করবেন। বাজারের আলোক স্বল্পতা দূরীকরণ, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সংযোজন, হটলাইন ও অভিযোগ বক্স স্থাপনসহ মাসিক সভার মাধ্যমে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করবেন। এছাড়াও, বাজারের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চুরি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
সভা শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দুই যুগ পর আগামী ২৫শে ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৪টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন এ.কে.এম. হারুন-অর-রশীদ হারুন।