আগামী ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদনের নিয়ম-পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যেভাবে আবেদন করবেন: শিক্ষার্থীরা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাহরণ:
RSC DHA 123456 101
পাঠাতে হবে: ১৬২২২ নম্বরে।
একই এসএমএস-এ একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে লিখতে হবে। উদাহরণ:
RSC DHA 123456 101,107,109
ফিরতি এসএমএস:
ফিরতি এসএমএসে আবেদন ফি ও একটি পিন নম্বর (PIN) জানানো হবে। আবেদন নিশ্চিত করতে টাইপ করুন:
RSC <স্পেস> YES <স্পেস> PIN নম্বর <স্পেস> যোগাযোগের মোবাইল নম্বর
পাঠাতে হবে একই নম্বরে: ১৬২২২।
প্রতি বিষয় বা প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
গুরুত্বপূর্ণ তথ্য:
খাতা চ্যালেঞ্জ আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৫
টেলিটকের মাধ্যমে এই সেবা চালু থাকবে।
বিস্তারিত জানা যাবে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও।
উপকারিতা: যেসব শিক্ষার্থীর ধারণা রয়েছে তাদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি, তারা এই সুযোগের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষা করাতে পারবেন। এটি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ অংশ।