এসো রক্তের বন্ধনে, বন্ধুত্ব গড়ি❞স্লোগান নিয়ে, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের সারা বাংলাদেশের ৯৫ টি মাধ্যমে, এভাবেই শীতের মৌশুমে অগ্নি কান্ড থেকে সর্বত্র জনগণকে সতর্ক করে যাচ্ছে এবং পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে সুনার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।এছাড়াও ঢাকার বেইলি রোডে ২৯ শে ফ্রেব্রুয়ারীর ট্রানজেডি ২০২৪ এ আগুন লাগার ঘটনায় উক্ত সংগঠনের সেচ্ছাসেবী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাস সহ-সমন্বক তামিম উদ্দারী সংগঠন এর অফিশিয়াল টিশার্ট-আইডি কার্ড পরে অগ্নিকান্ড স্থলে গিয়ে ফায়ার সার্ভিসদের সহযোগীতা এবং সাধারণ মানুষের জান-মাল উদ্ধারে কাজ করেন ।৪৯ জনের পুড়ে যাওয়া লাশের স্বজনদের তথ্য মিলিয়ে সঠিক লাশ দেওয়ার কাজে সহায়তা করেন। এ ছাড়াও সংগঠনটির সারা বাংলাদেশের সকল সেচ্ছাসেবীরা দেশের বিভিন্ন বিভাগ,জেলা-উপজেলা থেকে মূহর্স রোগীকে জরুরি প্রয়োজনে রক্তের যোগান দেওয়া এবং তার সাথে সাথে রক্ত দান, রক্ত দেওয়া সম্পর্কে সচেতন করেন। সংগঠনটিতে সারা বাংলাদেশ মিলিয়ে প্রায় ২০০০ হাজার সেচ্ছাসেবী সক্রিয় ভাবে কাজ করেন। সংগঠনটির ৫ বছর বয়স চলমান। গত ৪ বছরে সংগঠনটির সারা বাংলাদেশের সক্রিয় সেচ্ছাসেবীরা এখন পর্যান্ত ৪৩,০০০ হাজারের বেশি পরিবারকে বিনামূল্যে রক্ত যোগান করে দিতে সক্ষম হয়েছে। উক্ত ৪৩,০০০ হাজার ডোনার সংগঠনটির সেচ্ছাসেবীরা সাথে করে ডোনার নিয়ে গিয়ে ডোনেট করিয়েছেন এবং সকল ডোনেটের বিস্তারিত তথ্য ও ডোনারের ডেনেটের ছবি সহ সংগঠনটির কাছে সকল তথ্য সংরক্ষণ করা রয়েছে।