ঐতিহ্যবাহী ভাংনী মসজিদের ওযুখানার ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো। রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ৪ নং ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাংনী জামে মসজিদের ঢালাই এর কাজ উদ্বোধন হলো।

ঐতিহ্যবাহী ভাংনী মসজিদের ওযুখানার ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হলো। রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ৪ নং ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাংনী জামে মসজিদের ঢালাই এর কাজ উদ্বোধন হলো। সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন,৪ নং ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,ইউপি মেম্বারগণ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ইতিপূর্বে অজুখানায় ছাদ না থাকার কারণে অনেক সমস্যা হয়েছিল।রোদে, বৃষ্টিতে মুসল্লীগণের ওযু করা নিয়ে সমস্যা হয়েছিল। এই ঢালাই এর কাজ হওয়াতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে,কাজ শেষ হলে মুসল্লিগণ অত্যন্ত আরাম আয়েশে ওযু করে নামাজ পড়তে পারবে। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেছেন এই কাজ অতি দ্রুত  সময়ের মধ্যে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যাতে মুসল্লিরা কষ্ট না পায়।সর্বোপরি জাতির মঙ্গল কামনা করে ঢালাই এর উদ্বোধন কাজ শেষ করেন।