"আমাদের পৃথিবী, আমাদের দায়িত্ব" এই লক্ষ্যকে সামনে রেখে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ওয়ান ম্যান আর্মি’র রোড টু গ্রিন আর্থ অংশবিশেষ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিবন্ধ লেখার প্রতিযোগিতা।


এই প্রতিযোগিতায় অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা নিজেদের দৃষ্টিভঙ্গি, ভাবনা এবং দায়িত্ববোধ তুলে ধরে লেখার মাধ্যমে প্রকাশ করেছে পৃথিবী ও পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতা।
ওয়ান ম্যান আর্মি’র কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম বলেন,“পরিবেশের বিপর্যয় ঠেকাতে তরুণদের জন্য এরকম আয়োজন প্রয়োজন। একটি গাছ লাগানো, একটি সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়াও বড় পরিবর্তনের সূচনা হতে পারে।”
ওয়ান ম্যান আর্মি’র মেন্টর সৈয়দ আনোয়ার হোসেন আদিল বলেন,“আমি সবসময় চাই তরুণদের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি হোক। এই লক্ষ্যেই আমরা ‘রোড টু গ্রিন আর্থ’ প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের জন্য নানান প্রতিযোগিতা ও সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকি।”
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ উপহার হিসেবে প্রদান করা হয়।এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন দিগন্তের সূচনা করেছে এবং পরবিবেশ নিয়ে আরো সচেতন হবে।