দৈনিক বাংলার নবকন্ঠের  কটিয়াদী উপজেলা প্রতিনিধি  ও মডেল  প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক  সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফকির(৪৮) ২৪ই এপ্রিল বৃহস্পতিবার ভোর  ০৬টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।

সিনিয়র  এই সাংবাদিক কিছুদিন যাবৎ হার্টের সমস্যা এবং  ডায়াবেটিস জনিত  রোগে আক্রান্ত ছিলেন।  সোমবার  (২১ই এপ্রিল )  তার  হার্টের সমস্যা দেখা দিলে তাকে বাজিতপুর  জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করানো হয়। সেখানে থেকে একদিন পর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার  রাতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার ভোর ০৬ টার সময় অত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মরহুম  আসাদুজ্জামান ফকির এর জানাজা নিজ বাড়ি উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে বাদ আসর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
 মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী-গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে  উপজেলার প্রশাসনিক কর্তকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং  কটিয়াদী উপজেলার সকল  সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।