মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলার বিভিন্ন রাজনীতিক সংগঠন ও পেশাজীবী সংগঠের উদ্যোগে ০১লা মে বৃহস্পতিবার সকালে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে কটিয়াদী পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যদিকে একই সময়ে কটিয়াদী পৌর বিএনপি'র উদ্যোগে পৌর কার্যালয় ৎেকে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাজেদুর রহমান সজলের নেতৃত্বে পৃথক একটি বিশাল র্যালি বের হয়। এ র্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল ও মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শরীফ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব প্রিন্স আব্দুল আজিজ, কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।
এদিকে কটিয়াদী রাজমিস্ত্রী সমবায় সমিতির ব্যানারে আরেকটি শ্রমিক র্যালি বের হয়। উক্ত র্যালিতে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা রাজমিস্ত্রী সমবায় সমিতির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অপরদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে জামাতের উপজেলা কার্যালয়ে সকাল ১০ টায শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। পরে তারা একটি র্যালি বের করেন। র্যালিতে অংশ নেন উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, শ্রমিক কল্যাণ সভাপতি দুলাল মিয়া, সেক্রেটারি জহির মিয়া প্রমোখ নেতৃবৃন্দ।