চঞ্চল গোয়ালা বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীরা আমাকে ফোন দিয়ে জানায় লঙ্গুরপাড় গ্রামে একটা অজগর সাপ ধানক্ষেতের দেখতে পেয়েছে। ফোন পেয়ে দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটিকে রেসকিউ করি। তিনি বলেন, ধান ক্ষেতে থাকা নেটের বেড়া অজগর সাপটির গায়ে পেঁচিয়ে যায়। সাবধানতায় ধীরে ধীরে নেট জালগুলোকে কেটে অজগর সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। অজগর সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সেটিকে সুস্থ করে দুপুর ১ঘটিকার সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয় বলে জানান।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপ বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা পরামর্শের কথা জানান। সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান।