গতকাল বুধবার ২০ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিত্বে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে হাতেনাতে উক্ত গাঁজা সেবনকারীকে ধরে ফেলে। ধৃত ব্যক্তিরা : ১.আমিনুল ইসলাম (৪০), পিতা. মৃত আ: লতিফ, মাতা. সোনা ভান। তেলীপাড়ার চরের
নয়ারহাট ইউনিয়নের, ০১নং ওয়ার্ডের বাসিন্দা।
থানাহাট ইউনিয়নের ছোট কুষ্টারী নামক স্থানে গ্রেফতার করেন। তাকে ০২ (দুই) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ (পাচশত) টাকা অর্থদণ্ড ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হয়েছে।
২. মাসুদ রানা (৩৫), পিতা - মো: রফিয়ল হক, সাং - খরখরিয়া, ভট্টপাড়া, থানা - চিলমারী। বিকেল ৪:১০ ঘটিকায় গ্রেফতার করেন। যাহার মামলা নং-০৫, তারিখ-১৯/০৮/২০২৫, জিআর নং-৪৫/২০২৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন ৩৬(১)সারণির ১০(ক)/৪১ এর।
গ্রেফতারকৃত আসামীদের ইং-২০/০৮/২০২৫ খ্রীঃ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে জেলা কারাগার, কুড়িগ্রামে প্রেরণ করা হয়েছে। চিলমারী মডেল থানা ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।