লক্ষ্মীপুর কমলনগর হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিলার বাপের বাড়ির মৃত নুরুল হুদা স্ত্রী দেলোয়ারা বেগমের বসত ঘরের জমি দখলের অভিযোগ উঠেছে একই বাড়ির মৃত শাহে আলমের ছেলে মোঃ হারুন (৪০)মোঃ মফিজ, হাফিজ উল্যা, আলপনা আক্তার, রৌশন আক্তার সহ আরো অনেকে বিরুদ্ধে। ভুক্তভোগী দেলোয়ারা বলেন, আমার নিজস্ব জমি থেকে মো: হারুনসহ অভিযুক্ত সবাই আমার কাছে ২ হাত জমি চাই। তার বদলে তারা আমাকে আমার টয়লেট নির্মাণে জন্য পাশেই দুই হাত জায়গা দিবে। আমি সরল বিশ্বাসে রাজি হই, কিছুদিন পর আমি আমার আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই, বাড়িতে না থাকায় তারা আমার ৫ফুট পাশ ১৪ফুট লম্বা জায়গায় দখল করে ঘর নির্মাণ করেছে। আমি জানতে চাইলে আমার কিসের জায়গা বলিয়া, হারুন সহ সবাই উত্তেজিত হয়ে আমাকে গালে থাপ্পর দিয়ে মারধর করেন। এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমার শোর চিৎকার শুনে স্থানীয় লোক এসে আমাকে উদ্ধার করে। স্থানীয় একই বাড়ির নুর নবীর ছেলে নুর হোসেন বলেন, দেলোয়ারা বেগম দুই হাত জায়গা দিলে হারুন পরবর্তীতে টয়লেট করার জন্য জায়গা দিবে।কিন্তু দেলোয়ারা বেগম দুই এক দিনের জন্য বাড়িতে ছিল না। এই সুযোগে তাদের ঘর নির্মাণ করে পেলে। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে মো: হারুন কে মোবাইলে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন। এই বিষয়ে জানতে চাইলে, কমলনগর থানার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ হয়েছে তদন্ত করতে এসআই ইসমাইল কে দায়িত্ব দেওয়া হয়েছে, এস আই ইসমাইল বলেন, বৃদ্ধ বিধবা মহিলার জায়গায় হারুন গং ঘর নির্মান করেছে এটা সত্য।