কিশোরগঞ্জের করিমগঞ্জে 
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহণীয় পযার্য়ে রাখতে উপকারভোগী পরিবারের মধ্যে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ শুরু হয়েছে।মঙ্গলবার,২৯ এপ্রিল সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে ওই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গুনধর ইউপি ভারপ্রাপ্ত  চেয়ারম্যান চাঁন মিয়া এদিকে ন্যায্যমূল্য দিয়ে তেল ডাল কিনতে পেরে উপকারীভোগীরাও খুশি।এবার তারা তেল এবং ডালের সঙ্গে চিনি,ছোলা বুট,চালও পাচ্ছেন।৩০ টাকা দরে ৫ কেজি চাল,৬০ টাকা দরে দুই কেজি ডাল ও ১০০ টাকা দরে দুই কেজি ভোজ্য তেল,এক কেজি চিনি ৭০  টাকা,এক কেজি ছোলা ৬০ টাকা মোট ৬০০ টাকায় পেয়ে খুশি ক্রেতারাও।তবে এর আওতায় সব মধ্যবিত্তদের আনতে পারলেও ভালো হবে বলেও জানান উপকারভোগীরা।এসময়   উপস্থিত ছিলেন  ডিলার মো: মাহবুবুর রহমান সুমন,ইউপি সদস্য মিলন মিয়া,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূইয়া,গুণধর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মোজাহিদ প্রমুখ।