শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীতীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কাঁচিকাটা একটি শস্য উৎপাদনকারী এলাকা। কিন্তু পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমি, বসতবাড়ি ও ফসলি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নদীভাঙন থেকে রক্ষা পেতে অবিলম্বে এসব অবৈধ বালু মহল বন্ধ এবং নদীতীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এস এম হামিদ সরদার সভাপতি সখিপুর থানা বিএনপি ও
শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাতীয় চিকিৎসক সংগঠন ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।