দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি, বুধবার নগরীর একটি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ, তাই নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য আজ থেকেই আমাদের নিজের যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে তৈরী করতে হবে।আর সেই স্বপ্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক তৈরী করতে কিশোর কন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা,ডা. নাসিম আহমদ লাভলু এর সভাপতিত্বে ফোরামের মহানগর পরিচালক জনাব আফছার উদ্দীন কামরান এর পরিচালনায় ও সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক জনাব মুহতাসিম বিল্লাহ শাহেদী ,পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান জনাব শাহীন আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক জনাব এ.টি.এম ফাহিম,জনাব তানজির হাসান আকিব,ফোরামের সহকারী পরিচালক মুফাসসির আহমদ চৌধরী,স্কুল প্রতিনিধি আহসান হাবিব, রফিকুল ইসলাম, আবুল হাসান রিয়াদ ও ছফির উদ্দীন সহ আরো স্কুল প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য- এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২৮৫ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৪৯ জন, সাধারণ গ্রেডে ১০৩ জন এবং বিশেষ গ্রেডে ১৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।