শনিবার ( ১৯ এপ্রিল) কিশোরগঞ্জ সদর উপজেলার, একরামপুর এবং বত্রিশ এলাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিস সূত্র জানায় , বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় শহরের একরামপুর এলাকায় অবস্থিত জগতলক্ষী মিষ্টান্ন ভাণ্ডার ও লক্ষীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পর্যাপ্ত মোড়কীকরণ ছাড়া দই বিক্রির দায়ে ১ লাখ টাকা করে অর্থ দণ্ড দেয়া হয়।
এবং একই অভিযানে শহরের বত্রিশ এলাকায় নিবন্ধন ও মোড়ক ছাড়াই দই তৈরি ও বিক্রির দায়ে নয়ন ঘোষ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার ও অন্যান্য অপরাধে সানি বেকারিকে ১ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
এছাড়াও শহরের বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
এ অভিযানে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল প্রমূকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এবং ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ সদর থানা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।