কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পারোয়ারা দাখিল মাদ্রাসার সামনে রবিবার (৩ আগস্ট) দুপুর ১ টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও পাঁচজন। আহতদের মধ্যে রয়েছে দেবীদ্বার শিশু পরিবারে আশ্রয়ে থাকা শিশু হোসাইনকে নিতে আসা তার পরিবারের তিন সদস্য মা, নানী, মামা ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী ফারজানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও দেবিদ্বারগামী একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক প্রবাসী নিহত হন। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত প্রবাসীর নাম ইব্রাহিম সরকার। তিনি কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকার বাড়ির বাসিন্দ।   তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে শিশু হোসাইনের পরিবারের তিন সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যানজট নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফারজানা পরিবহনের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।ফারজানা পরিবহনের চালক, হেল্পার ঘটনার পর থেকে পলাতক রয়েছে।  আহতদের চিকিৎসা সহায়তা ও নিহতের পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।