কুষ্টিয়ার খোকসা এশিয়ান টেলিভিশনের  উপজেলা প্রতিনিধি পুলক সরকার এর আয়োজনে এশিয়ান টেলিভিশন এর ১ যুগ পূর্তি ও ১৩ বছরে পর্দাপন উপলক্ষে বিকালে খোকসা বাজার প্রধান সড়কে র‍্যালি করেন ও প্রেসক্লাব খোকসা অফিসে আলোচনা সভার শেষে কেক কেটে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রদীপ্ত রায় দীপন , এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন যমুনা টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ মাহমবুব সহ কুষ্টিয়ার নানান ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রদীপ্ত রায় দীপন সাংবাদিকদের দিক নির্দেশনা মূলক কথা বলেন এবং আরো বলেন আমি আশা করি এশিয়ান টেলিভিশন মানবতার সেবায় সব সময় নিয়োজিত থাকবে। খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এশিয়ান টেলিভিশনের সার্বিক মঙ্গল কামনা করেন
অনুষ্ঠান শেষে সকলের মাঝে কেক ও খাবার বিতরণ করেন এশিয়ান টেলিভিশনের খোকসা উপজেলা প্রতিনিধি পুলক সরকার।