কুষ্টিয়ার মিরপুরে জাসদের সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী খোকন মোল্লার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী, খোকসা উপজেলা শাখার বিক্ষোভ সমাবেশ। শুক্রবার ( ১৭ জানুয়ারি)এই বিক্ষোভ সমাবেশে খোকসা উপজেলা জামায়াত ইসলামের আমির মো: নজরুল ইসলাম বলেন, কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদের নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াত ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত এবং আরও ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদান জানাচ্ছি । এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী খোকসা উপজেলা শাখার অন্যান্য নেতা কর্মীরা তারা তাদের বক্তব্য বলেন। একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতি যখন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। অবিলম্বে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনার তদন্ত করে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।