খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বিদ্যুৎ নিয়ে দূর্নীতি ও বিদ্যুৎ সুবিধার চরম অবনতি ঘটায় রবিবার (২৭জুলাই) দুপুর ২টায় দীঘিনালা ডিগ্রি কলেজের সামনে হলুদ চত্বরে বৃষ্টি উপেক্ষা করে দীঘিনালার দুই শতাধিক ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে। এই সময় বিদ্যুৎ এর অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে হলুদ চত্বর।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগীরা বিদ্যুৎ অফিস এর নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন,বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা মিটার  না দেখেই বিদ্যুৎ  বিল করে,মিটার বানিজ্য,সিন্ডিকেটের মত দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে দীঘিনালা বিদ্যুৎ অফিস।এত শত দূর্নীতির পরেও বিদ্যুৎ পায় না দীঘিনালাবাসী এমনটাই অভিযোগ করে তারা বলেন,বাড়তি বিলদিয়েও আমরা লোডশেডিং এ থাকতে হয়।প্রতিনিয়ত লো- ভোল্টেজ এর কারণে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। 

দীঘিনালা উপজেলা প্রশাসন এর বাধার মুখে বিক্ষোভ মিছিল টি হলুদ চত্ত্বর এ শেষ করে তাদের দাবিগুলো লিখিত আকারে স্বারক লিপি প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।