নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মবিন মিয়া (পিতা: গোলাপ বেপারী), গ্রাম: নয়ানগর নয়াহাটি, উপজেলা: ইটনা, জেলা: কিশোরগঞ্জ, ধনু নদী থেকে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক হন।

পরে খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৫(১) ধারা অনুযায়ী মবিন মিয়াকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সাজাপ্রাপ্ত আসামিকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানোর জন্য খালিয়াজুরী থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।