খুলনা নগরীর ফুলবাড়ীগেট মিরেডাঙ্গায় অবস্থিত সোনালী জুট মিলস্ দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন। শ্রমিকদের অসহায়ত্বকে গুরুত্ব দিয়ে এম এম এস ট্রেডিং জুট মিলস্ টি পুনরায় চালু সিদ্ধান্ত নিয়ে শ্রমিক কর্মচারীদের সমন্বয় উৎপাদনের লক্ষ্যে (১৮ এপ্রিল) শনিবার উদ্ধোধন করেন, মিলের ডাইরেক্টর শেখ মিঠুন এর পিতা শেখ ইকতার হোসেন।
সূত্র জানায়, শিল্প নগরী খ্যাত খুলনা এখন মৃত নগরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লাগামহীন দুর্নীতির কারণে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বন্ধ জুট মিলের মধ্যে উল্লেখযোগ্য কাপেটিং জুট মিলস্, জে জে আই জুট মিলস্ , ইষ্টান জুট মিলস্ , আলিম জুট মিলস্,দৌলতপুর জুট মিলস্, খালিশপুর জুট মিলস্, দি ক্রিসেন্ট জুট মিলস্, পিপুলস জুট মিলস্, প্লাটিনাম জুবলি জুট মিলস্, ষ্টার জুট মিলস্ সহ সরকারি ৯ টি জুট মিল সহ সোনালী জুট মিলস্, এ্যজাক্স জুট মিলস্ এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস্ লিঃ সহ অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে।
পরবর্তীতে ব্যক্তি উদ্যোগে লিজের মাধ্যমে কাপেটিং জুট মিলস্ লিঃ, জে জে আই জুট মিলস্ লিঃ , ইষ্টান জুট মিলস্ লিঃ ,দৌলতপুর জুট মিলস্ লিঃ
সোনালী জুট মিলস্ ফুলবাড়ী গেট মিরেডাঙ্গায় অবস্থিত সোনালী জুট মিলস্ টি দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করে আসছেন । এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে এম এম এস ট্রেডিং ব্যক্তি উদ্যোগে জুট মিলস্ টি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়ে (১৮ এপ্রিল) শনিবার নতুন করে উৎপাদনের লক্ষে উদ্ধোধন করেন মিলের ডাইরেক্টর শেখ মিঠুন এর পিতা শেখ ইকতার হোসেন। প্রাথমিক অবস্থায় সুতা উৎপাদনের মাধ্যমে কার্যক্রম চালু করছেন বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, এম এম এস ট্রেডিং এর প্রোপাইটর শেখ মিঠুন হোসেন, মনির হোসেন, আবদার হোসেন সেলিম।
ডাইরেক্টর নাজমুল হাসান চুন্নু, ম্যানেজার মোঃ জিয়াউল রহমান, একাউন্টেন্ড মিজানুর রহমান, উৎপাদন কর্মকর্তা এনামুল কবির, কোয়ালিটি কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হোসেন, খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব রশিদ শেখ, সেলিমুল ইসলাম সেলিম মোড়ল, শেখ হুমায়ূন কবির, সাকিব খান, রিপন শেখ, কালাম শেখ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব, শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতির কারণে শিল্পনগরী খ্যাত খুলনার অধিকার জুট মিল সহ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এর ফলে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন শুরু করে। সোনালী জুট মিলের মত ব্যক্তি উদ্যোগে কিছু শিল্প প্রতিষ্ঠান চালু হলেও অর্থ সংকটের আবারো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জুট মিল সহ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু রাখার স্বার্থে সরকারি ভাবে সহযোগিতা আহ্বান জানিয়েছেন মালিকপক্ষ।