খুলনায় বাংলাদেশ হোমিও মেডিকেল এ্যাসোসিয়েশন ও হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতির আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক ডাঃ স্যামুয়াল হ্যানিম্যান এর ২৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটরিয়ামে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে দিনব্যাপী এক আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে ডাঃ সৈয়দ আবুল কাসেম (বিএইচএমএ) এর সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। সেমিনারের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা হ্যানিম্যান ফার্মেসীর বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ সৈয়দ আবু শাহীদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা হোমিও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুক হোসেন, দৌলতপুর (দিবা-নৈশ) কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, ডাঃ কে পি রায় সুমতি হোমিও ক্লিনিক খুলনার ডাঃ কে পি রায় , ফুলতলার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ আব্দুল আজিজ, হোমিও চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন, বিশিষ্ট গবেষক ও চিন্তাবীদ পন্ডিত ডাঃ সমরেস চন্দ্র রায়,
খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ এ জামান, বরিক হোমিও ফার্মেসী দৌলতপুরের স্বত্ত্বাধিকারী ডাঃ এম এ খালেক, দৌলতপুর হক ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ আব্দুল হক, বিএইচএমএ- র খুলনা মহানগরীর সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ হুমায়ূন কবির, হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতি খুলনার চেয়ারম্যান ডাঃ মোঃ নাসির উদ্দীন নাইস, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ অসিত কুমার মন্ডল,
হোমিও পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ জাকিরুল ইসলাম, হোমিও পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ কাজী আব্দুল হান্নান, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ মোঃ ঈমান আলী, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রভাষক ডাঃ এস হাফিজুর রহমান, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ খায়রুল আলম, লেখক ও গবেষক ডাঃ এস এম কামাল, খুলনা হোমিও জ্ঞান মুঞ্জুরী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ প্রদীপ কুমার আচার্য্য,
খুলনার দিঘলিয়া সেনহাটির বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ হুমায়ুন কবির, দিঘলিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ বিশ্বনাথ মন্ডল, ডাঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক হোমিও চিকিৎসক সেমিনারে অংশ গ্রহণ করেন।