খুলনার ইস্টার্ন গেট এলাকায় একাধিক মামলার পলাতক আসামি এবং বিতর্কিত পুলিশ সদস্য এসআই সুকান্তকে জনতার হাতে আটক হওয়ার পর বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৪ জুন ২০২৫ইং বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ইস্টার্ন গেট এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল। এ সময় সিএনজি চালিত একটি থ্রি-হুইলারে করে সেখানে আসেন এসআই সুকান্ত। যাত্রী ওঠানোর সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে সনাক্ত করে থ্রি-হুইলার থেকে নামিয়ে মারধর করেন।
রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বের ক্ষোভ
জানা যায়, অতীতে খুলনার বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, নির্যাতন এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে এসআই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। সেই থেকেই তার প্রতি স্থানীয় রাজনৈতিক মহলের ক্ষোভ বিরাজ করছিল।
নেতাকর্মীদের হস্তক্ষেপে প্রাণে রক্ষা
ঘটনাস্থলে থাকা বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে এসআই সুকান্তকে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ প্রশাসনের অবস্থান
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,
“নিরাপত্তার স্বার্থে এসআই সুকান্তকে থানায় আনা হয়েছে। তার শরীরে গুরুতর আঘাত নেই, শুধু জামা ছিঁড়ে গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সামাজিক প্রতিক্রিয়া
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এটিকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ বিচার বহির্ভূত এই ধরনের ঘটনার সমালোচনা করেছেন।