অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে পাবনার সুজানগরে সোমবার ৭ এপ্রিল বেলা ১১টায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সমাজ সচেতন নাগরিকদের অংশগ্রহণে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন, ফিলিস্তিন, গাজায় গণহত্যা বন্ধ করো । ফ্রি ফ্রি প্যালেস্টাইন, মানবতা লজ্জিত ইত্যাদি শ্লোগানে সুজানগরের রাজপথ প্রকম্পিত করে তোলে। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজায় চলমান নির্বিচার হত্যাযজ্ঞ ও মানবতার বিপর্যয় আজ বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন বন্ধ না হলে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সার্বিকভাবে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সুজানগরে বিশাল বিক্ষোভ মিছিল



