যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলা এবং ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে লালমোহনের তাওহিদী জনতা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর লালমোহন চৌরাস্তার মোড়ে বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লীরা দলে দলে সমাভেত হয়।তারপর ফিলিস্তিনের পতাকা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং ইসরাইলিবিরোধী স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, মুসলিম উম্মাহর একতার অভাবে আজ দেশে দেশে নিপীড়নের শিকার সাধারণ মুসলমানেরা। এসময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।এবং ইসরায়েলের পণ্য বয়কটের ও আহ্বান জানান। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন লালমোহন উত্তর বাজার কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতী মঈনুল ইসলাম,শামসুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতী মাহফুজ,লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ,তরুন ছাত্র নেতা রাহাত হাসাত রুমি প্রমুখ। এর আগে এলাকার প্রতিটি মসজিদের ইমাম মুসল্লিদের কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান জানান।