তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর পাঠান স্থানীয়রা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে রাত ১২টায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। সন্ধার পর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি হয়ে যায়। এর মধ্যে প্রবল স্রোত রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান সফল হয়নি।
এদিকে এখন পর্যন্ত নিখোঁজ হওয়া মহিলার পরিচয় সনাক্ত করা হয়েছে ।তিনি ফারিয়া তাসনিম জ্যোতি (২৪) । গতকাল রবিবার (২৮ জুলাই ২০২৫) রাত ৮টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকায় বাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।