সারা দেশের ন্যায় গোপালগঞ্জ পৌরপার্কে সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়

সারা দেশের ন্যায় গোপালগঞ্জ পৌরপার্কে সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচী শুরু করা হয়।পরে সেখানে “এসো হে বৈশাখ” গান গেয়ে পহেলা বৈশাখকে বরন করে নেয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিশু একাডেমির আয়োজনে করা নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে সকাল ৯টায় বের করা হয় র‌্যালী।র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এছাড়াও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবির সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মি ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসন বাংলা নববর্ষ পালনের এসব কর্মসূচী পালন করে।এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাব নববর্ষ পালন করে।জেলার অন্যান্য উপজেলায় অনুরুপ কর্মসূচী পালন করা হয়।এছাড়াও গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা দুই দিন ব্যপী বৈশাখী মেলার আয়োজন করেছে। বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরন করে নিচ্ছে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জের সকল জনগনকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।সেই সাথে তিনি কামনা করেছেন যাতে গোপালগঞ্জ বাসী সামনের দিন গুলিতে সুখে শান্তি থাকতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশের যেই সংস্কৃতি সেই সংস্কৃতি লালন করে যেন তারা বেড়ে উঠতে পারে এবং সম্প্রীতি-ভালবাসা ও উন্নয়নের একটা বাংলাদেশ দেখার কামনা করেন।