টাঙ্গাইলের গোপালপুরে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মঙ্গলবার (২২এপ্রিল) রাতে হেমনগর ইউনিয়নের নলিন বাজারের সুইপারপট্রি থেকে ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বাংলা মদ ও মদ বিক্রির নগদ ৩লক্ষ ৯৫ হাজার ৭শ টাকা জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং মদ তৈরি ও সংরক্ষণের বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। আটককৃতরা হলেন, অপূর্ব (২৫), শয়ন (১৫) ও আনোয়ার হোসেন (৪২)।  ৩৭ আর্মি এডি রেজিমেন্টের ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক এর নেতৃত্বে অভিযানে সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান ও টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।