আম্বরখানা পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তৃক ৪৫ (পয়তাল্লিশ) বস্তায় ২,৬৪,৬০০/-টাকার ২২০৫ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ ০১টি ট্রাক আটক ও ০২ জন গ্রেফতার।
আম্বরখানা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন ও ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন বাইপাস মোড়ে এয়ারপোর্ট টু আম্বরখানা পাকা রাস্তার উপর হতে একটি চিনি বোঝাই ট্রাকসহ আসামী ১। সেলিম আহমদ (৩২) (ড্রাইভার), পিতা-সৈকত আলী, সাং-উরাগ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। ইসমাইল আলী (৭০) (গাড়ির মালিক), পিতা-জবেদ আলী, সাং-বগাইয়া হাওড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করেন।
আটককৃত মালামাল:৪৫ (পয়তাল্লিশ) বস্তা অবৈধ ভারতীয় চিনি (যার ওজন ২২০৫ কেজি), আনুমানিক মূল্য ২,৬৪,৬০০/-টাকা উদ্ধার ও চিনি বহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২১, তাং-২৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু করা হয়। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।