ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনা শেষে গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনা শেষে গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন। 
শনিবার (৩মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সীমিত একাধিকবারের সাবেক সভাপতি মো: জিল্লুর রহমান ছাতা প্রতিকে ও সাধারণ সম্পাদক পদে মো: হাফিজুর রহমান বাবুল আনারস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩২৯ জন ভোটারের মধ্যে ৩২৬জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী কারেন। ত্রিবার্ষিক নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ২টি পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এতে গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সীমিত একাধিকবারের সাবেক সভাপতি মো: জিল্লুর রহমান ছাতা প্রতিকে ২১০ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নাজিম উদ্দীন বাঘ প্রতীকে ১১২টি ভোট পেয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মো: হাফিজুর রহমান বাবুল- আনারস প্রতিকে ২১২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আহমদ চঞ্চল – তালাচাবি প্রতীকে ১১৩টি ভোট পেয়েছেন।

এছাড়াও সোহেল আহমদ সহ সভাপতি পদে , রঞ্জিত দত্ত সহ সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, মরতূজ আলী অর্থ সম্পাদক, সালেহ আহমদ দপ্তর সম্পাদক, জিয়াউল হক প্রচার সম্পাদক, সঞ্জয় দত্ত ও খলিলুর রহমান সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আহ্বায়ক কমিটির প্রধান মো: ইজ্জত উল্লাহর পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার উত্তম কুমার দাস,সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শংকর কুমার পাল, উপজেলা মহিলা অফিসের সহকারী মো: শামিম আহমদ।