ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৩মে ২৫) সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাবলিক হল অডিটোরিয়ামে "আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বাংলা অর্থসহ মসজিদ ভিত্তিক পবিত্র কোরআন বিতরণ" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই প্রায় ৮৫০টি মসজিদে পবিত্র কোরআন বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয় এবং প্রায় ৩০০ পবিত্র কুরআন ইমামদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশন ও মানব সম্পদ উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস. এম. জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক জিহাদ রায়হান ও হাসনাইন সাকিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মুফতি ড. মুহাম্মদ আবু ইউছুফ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা আমীর মাওলানা বদরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ময়মনসিংহ জেলার সিনিয়র সদস্য ও ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল হক, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকন উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি ইমরান হোসাইন।

বক্তব্য রাখেন গুজিখা কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা এখলাস উদ্দিন নূরী, পৌর জামায়াতের সভাপতি ডাক্তার আব্দুর নূর, বাকরকোনা জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন, নওগাঁ জামে মসজিদের খতিব শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক ইমাম ও মুয়াজ্জিন, সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক ও স্বেচ্ছাসেবকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ।