কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালির গর্জনতলি এলাকায় জাল নোট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালির গর্জনতলি এলাকায় জাল নোট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। অভিযানে বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি গোয়েন্দা দল এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন—মো. সুলতান (৫৪) ও জাফর আলম (৩৩)। র‌্যাব জানিয়েছে, সুলতানের বিরুদ্ধে এর আগেও বিশেষ ক্ষমতা আইনে জাল নোট সংক্রান্ত মামলা রয়েছে।

র‌্যাবের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
১০০০ টাকার জাল নোটের কাগজ ২৭ বান্ডিল (প্রতি বান্ডিলে ১৮০ পিস), সাদা কসটেপে মোড়ানো ১৫টি প্যাকেট যার গায়ে ‘Made in Japan’ সীলযুক্ত। ৫০০ টাকার জাল নোটের কাগজ ৩৩ বান্ডিল, ৯টি প্যাকেটে সংরক্ষিত (প্রতি বান্ডিলে ১৮০ পিস)। একটি জাল নোট তৈরির যন্ত্র, ল্যামিনেটিং পেপার ৫০টি এবং অন্যান্য উপকরণ। র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় জাল নোট চক্রের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে

আটক দুই আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।