চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় Dr. Fixit Pidiproof 101 LW+ নামক ওয়াটারপ্রুফিং পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 'এএফ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স' নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়।
বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
জানা যায়, Pidilite Speciality Chemicals BD Pvt. Ltd এর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, উক্ত প্রতিষ্ঠানটি Dr. Fixit Pidiproof 101 LW+ পণ্যটি কোনো ধরনের বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে আসছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই উক্ত পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল, যা ভোক্তাদের স্বার্থের পরিপন্থী ও আইন পরিপন্থী। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির প্রতিনিধি নাফিজুর রহমান, পিতা আহমদ নবী, ঠিকানা কানাইমাদারি, চন্দনাইশ—কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এক লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) রাকিব হাসানের নেতৃত্বে একটি পুলিশের টিম, চন্দনাইশ ভূমি অফিসের নাজির আরিফুল হক, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং Pidilite কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার মঈনুদ্দিন কাদের, প্রতিনিধি মোহাম্মদ রাসেল ও মোরশেদ খান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট কর্তৃক অভিযুক্তকে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে অবৈধভাবে উৎপাদিত ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।