চন্দনাইশে  বৈলতলি জাফরাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষকে পুনর্বহালের ঘটনায় বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনী ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল  (২৭ এপ্রিল) সকালে দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নে জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় আহতরা হলেন— জাহেদুল ইসলাম (২২), আরমানুল হক (২১), জাহেদ (২১), এনামুল হক (৩৫), মোহাম্মদ আরিফ (২৭), মোহাম্মদ জমির (২৫), মো. শাহজাহান (৪০), মো. হাছান (৪৫) ও হিরু (২৬)।
জানা যায়  গত ২৫ আগস্ট জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল গফুরকে ওই মাদ্রাসার  শিক্ষক ও শিক্ষার্থী পদত্যাগপত্র দিতে বাধ্য করেন। পরে তাকে (অধ্যক্ষ) মাদ্রাসায় আর আসতে না দিলে বিষয়টি তিনি লিখিতভাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), চট্টগ্রাম জেলা প্রশাসক ও মাদ্রাসা অধিদপ্তর বরাবরে অভিযোগ করেন
এর ৮ মাস পরে পদাধিকার বলে মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) গোলাম মোরশেদ খান ওই অধ্যক্ষ আবদুল গফুরকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন। 
নির্দেশ পেয়ে (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে  অধ্যক্ষ যোগদানের সময় বহিরাগত কিছু  ব্যক্তিকে নিয়ে মাদ্রাসা প্রবেশ করেন এই সময়   শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষকে উদ্দেশ্য   করে 
স্লোগান দেয়। এর পরবর্তী  অধ্যক্ষের অনুসারীরা মাদ্রাসার ছাত্রদের উপর হামলা চালায় । এতে মাদ্রাসার ছাত্রসহ  ৫ জন আহত হয়। 
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি ইউএন ও সমাধান করবেন বলে জানিয়েছেন তিনি।