যেখানে ময়লা-আর্বজনা স্তূপ করে রাখা হয়েছে ঠিক তার পাশেই রয়েছে প্রধান উপজেলার সড়ক। জনসাধারণের চলাচলে প্রচন্ড দূগন্ধ উপেক্ষা করে কাঁচা বাজারে আসতে হয়।
সম্প্রতি ১ দিনের সামান্য বৃষ্টির পানি জমে ময়লা আবর্জনা পচে গলে উদ্ভট দূর্গন্ধের সৃষ্টি হওয়ায় পথচারীসহ ব্যবসায়ী মহল অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে মাছের, মুরগী আবর্জনার কারণে। বাজারের পাশের বাসিন্দা ইয়াছিন জানান, বিকেলে বাড়ি থেকে বের হলে বাজারের দূর্গন্ধে বাতাস ভারী হয়ে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
গতকাল বুধবার দুপুরে সরজমিনে পরিদর্শন ও পথচারী এবং স্থানীয় ব্যবসায়িদের নিকট থেকে জানা যায়, চন্দনাইশ পৌর সভার অতীব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রাণ কেন্দ্র বলে খ্যাত চন্দনাইশ সদরের বাজার। গুরুত্বপূর্ণ এ বাজারের পাশের রাস্তা দিয়ে যেতে হয় উপজেলা পরিষদে, রয়েছে অসংখ্য ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, চন্দনাইশ সুপার মার্কেট, ভূমি অফিস, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়,ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় , কাঁচা বাজার মাছ মাংসের বাজার।পাইকারী ও খুচরা অনেক ছোট বড় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে বহু পুরনো। প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ক্রেতা- বিক্রেতা তাদের নিত্য দিনের প্রয়োজনীয় কেনা কাটা করতে বিক্রি করতে এ চন্দনাইশ বাজার তাদের একমাত্র ভরসা। অনেকগুলো বাসা বাড়ী বা আবাসিক ভবনও রয়েছে বাজারের পাশে । মাঝামাঝি স্থানে পাকা রাস্তার পাশেই স্থাপিত রয়েছে ডাষ্টবিন। দীর্ঘদিন ধরে ডাষ্টবিনে জমানো ময়লা আবর্জনায় পূরিপূর্ণ হলেও তা প্রতিদিন অপসারণ না করায় পরিবেশ দূষিত হচ্ছে।
সামান্য বৃষ্টিতে কাঁচা বাজারের রাস্তায় খানা খন্দে পানি জমে এমনিতেই মানুষের ভোগান্তির শেষ নেই।
এ সংক্রান্ত বিষয়ে পৌর প্রশাসক রাজিব হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন , অতি দ্রুতই বাজারের ঠিক মাঝখানে বাজারের প্রবেশ দ্বারে মাটি দিয়ে উঁচু করে বাজারের চারপাশে ইট দিয়ে রাস্তা তৈরি করা হবে পাশাপাশি শাহ আমিন পার্কের চারপাশে নালার খনন কাজ শেষ হওয়ার পরে অবৈধ হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে চলাচলের পথে যেন কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। কাঁচা বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যা দরকার তাই করা হবে । কাঁচা
বাজারের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে তা প্রতিরোধে গ্লিসারিন মিশিয়ে নিয়মিত দুর্গন্ধ প্রতিরোধ করতে হবে । তিনি এই সময় ইজারাদার, বিক্রেতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। সাধারণ জনগণ সাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় বাজার করতে পারে মত।