চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ প্রবণ এলাকা বিভিন্ন পশু প্রাণী বিতরণ ২৪শে মে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
জানা গেছে, চর হরিরামপুর ইউনিয়ন ওচর ঝাউকান্দার ইউনিয়নে এবংআংশিক গাজীরটেক ইউনিয়নের দুর্গম চরাঅঞ্চলে নিম্ন বৃত্ত পরিবারে মাঝে ৭১টিপরিবারে ৩টি করে মোট ২১৩টি৷ ভেড়া,১৩১পরিবারের ২টি করে ছাগল মোট ২৬২ টিছাগল। ২৯৮টি পরিবারে ২১টি করে হাঁস৬২৫৮ টিহাঁস৷ ৯টি পরিবারে কবুতরের ঘর বিতরন, ৬২০ পরিবারে ২৫ টি করে মোট১৫৫০০ টি মুরগি, নয়টি ঘাস কাটার সাইলেন্স ও৩০টি পরিবারে একটি করে বকনা বাছুর সহ এ যাবৎ কালের সর্ববৃহৎ প্রাণিসম্পদ অধিদপ্তরেরউদ্যোগে বিনামূল্য প্রণোদনায় বিতরণের কার্যক্রম শুরু করেছে।
চর অঞ্চল বাসীদের স্বাবলম্বী করানোর লক্ষ্যে চরভদ্রাসন উপজেলা প্রাণীর সম্পদ অধিদপ্তর বৃহৎ কার্যক্রম হাতে নিয়েছে।
পূর্ব থেকে যাচাইবাছাই করেপ্রাণী সম্পদ অধিদপ্তরে মন্ত্রণালয় পাঠিয়ে সিদ্ধান্ত নিয়েছে।
সেই ধারাবাহিকতা কার্যক্রম শুরু করেছে।
এ ব্যাপারে চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা জানিয়েছে, দুর্গম চর অঞ্চলবাসীদের চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ যে উদ্যোগ নিয়েছে সে সেই উদ্যেকে সাধুবাদ জানাই।
এলাকাবাসীর সুশীল সমাজ প্রাণিসম্পদের উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে এ উদ্দেগে সাধুবাদ জানিয়েছি।