প্রফেশনাল মাস্টার্স মূলত একটি কনভারশন মাস্টার্স প্রোগ্রাম। যেখানে ডিফারেন্ট ডিসিপ্লিনের স্টুডেন্টরা তাদের পছন্দমত বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করতে পারে। তাই এর সিলেবাস ও কারিকুলাম সকলের জন্য বোধগম্য করেই সাজানো হয়ে থাকে। কিন্তু ফিলোসফিতে পড়ার কারণে যখন বলা হয় তুমি ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়তে পারবা না তখন এর দ্বারা মূলত প্রোগ্রাম অফারকারীদের ব্যর্থতাই ফুটে উঠে। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বললে উনি বলেন, আমাদের একটা ভুল হয়ে গেছে। তুমি চাইলে তোমার এপ্লিকেশনের টাকা ফেরৎ নিয়ে যেতে পারো। পরবর্তীতে প্রোগ্রাম ডিরেক্টর এই ভুলের কথা অস্বীকার করেন। যেখানে ভর্তি বিজ্ঞপ্তি ও সরাসরি যোগাযোগের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে পছন্দসই বিষয়ে পড়ার নিশ্চয়তা দেয়া হয়েছে। তারপরও কেন পড়তে পারবো না এর কারণ জানতে চাওয়া হলে প্রার্থীকে "মানসিক রোগী, মেন্টালি ডিসটার্বড, গ্রামের বস্তির ইউনিভার্সিটিতে পড়েছ বলে এই অবস্থা, তুমিতো জগন্নাথে পড়ার যোগ্যই না, তোমাকে সুযোগ থাকলেও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিবো না, তুমি ওই গ্রামের বস্তির ইউনিভার্সিটিতে ফিরে যাও" ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন ও প্রার্থীর বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি কিনা সাবেক প্রো-ভিসির দায়িত্ব পালন করেছেন তার কাছ থেকে এই ধরনের আচরণ এবং প্রতিশ্রুতির বরখেলাফ কখনোই কাম্য নয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সিরিয়াস চিন্তার বিষয় বলে মনে করি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেই বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রফেশনাল মাস্টার্স এর মত একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে প্রথমবারেই এত বড় ব্লান্ডার ও ডিজাস্টার ঘটাতে পারে, সেই বিভাগের এইরকম একটি প্রোগ্রাম রান করা নৈতিক অধিকার ও প্রশাসনিক দক্ষতা আছে কিনা তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটিতে যথাযথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
নোটিশ প্রাপকঃ
১) অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন
প্রোগ্রাম ডিরেক্টর
স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম (প্রফেশনাল)
মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৯-১০ চিত্তরঞ্জন এভিনিউ, ঢাকা-১১০০, বাংলাদেশ।
৩) রেজিস্ট্রার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
৯-১০ চিত্তরঞ্জন এভিনিউ, ঢাকা-১১০০
এম আবদুল্লাহ
পিতাঃ মোঃ খলিলুর রহমান প্রধান
ঠিকানাঃ হাউজ-৩৯/এ, L.E.S স্কুল, রোড-৬/এ, সেক্টর-৪, উত্তরা, ঢাকা।
আমানুল্লাহ আল জিহাদী ( আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)
এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
সিনিয়র লিগ্যাল এসোসিয়েট
লিগ্যাল সলিউশন চেম্বার, (এল এস সি)
নাহার কমপ্লেক্স (২য় তলা), রুম নং- ১১,
২৫/১, কোর্ট হাউজ স্ট্রীট, কোতয়ালী, ঢাকা।
মোবাইল ০১৩২২৫৬৪৬৭৯
লিগ্যাল নোটিশ গ্রহিতা।
লিগ্যাল নোটিশ দাতা।