চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারী বুধবার রাত থেকে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রথমে পৌর এলাকার চান্দিশকরা গ্রামের নিজ বাড়ি থেকে চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মফিজুর রহমানকে স্থানীয় খিরনশাল বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
পৌর এলাকার লক্ষীপুর গ্রামের যুবলীগকর্মী আক্তার হোসেন ও ঘোলপাশা ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক মরণকে বাঁকা বটতলা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আইনগত পদক্ষেপ শেষে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।’
এই বিষয়ে কুমিল্লায় ২৩ বীর এর চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর রেফায়েতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যৌথ অভিযান জোরদার করার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত অভিযানে অস্ত্র ও মাদক সহ বেশ কিছু আসামীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বপর্দ করা হয়েছে।