চাঁদপুরের হাজীগঞ্জে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এক প্রবাসীর গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকায় এমন একটি খবর প্রকাশিত হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের দক্ষিণ মজুপুর কাজীবাড়ীর বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ও তাঁর মা নুরজাহান বেগম মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। তাঁরা বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল ডাকাত একটি পিকআপ ভ্যান দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র হাতে আক্রমণ চালায়।
ডাকাত দল মাইক্রোবাসটি ভাঙচুর করে জাহাঙ্গীরের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ, ৩০ হাজার মার্কিন ডলার এবং নগদ টাকা-সহ প্রায় ৫০ লাখ টাকার মালপত্র ছিনিয়ে নেয়। জাহাঙ্গীরের সঙ্গে থাকা তাঁর চাচা সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বাড়ছে। গত এক মাসে একই এলাকায় তিনজন প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, তবে এখনো কোনো অপরাধী ধরা পড়েনি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, "যুক্তরাষ্ট্রপ্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।"
এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।