জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমাদের এই লাড়াই চলছে।

জুলাই অভ্যুথানের পরে নতুন বাংলাদেশ বিনির্মানের লড়াই শরু হয়েছে।একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি। নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রয়োজন।
 তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসাবে মাগুরার বিভিন্ন সড়কে পদযাত্রা শেষে শহরের ভায়না মোড়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় এনসিপির দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ন সদস্য সচিব তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাহিদ আরো বলেন, যেকোনো দেশের অধিপত্যেবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে। বাংলাদেশে গণঅভ্যুাথেনের পরেও সংকটগুলো চলমান আছে। দেশের মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। আমারা মাগুরাবাসিকে বলছি আপনারা স্বোচ্চার হন। আপনার এলাকার উন্নয়ন, এলাকার চলমান চাদাবাজ, দখলদারিত্বের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। জুলাই গণঅভ্যুাগে মাগুরার ১০ জন শহীদ হয়েছে। আপনাদের সেই সন্তানদের রক্তের মর্যাদার সেই সনদ আমাদের দিতে হবে। এ জন্য আমরা রাজপথে আছি। জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে অল্প সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজিমুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে। 
তিনি আরো বলেন, জুলাই ঘোষনাপত্র এবং জুলাই সনদ এই বছরের মধ্যেই এটি কার্যকর দেখতে চায়। সরকার যদি এক বছরের মধ্যেও এটি দিতে ব্যার্থ হয়। তাহলে সারাদেশে ছাত্রদেরকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। আগামী ৩ আগষ্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আগামী ৩ আগস্ট আপনাদের শহীদ মিনারে আসার আহবান জানাচ্ছি। আমাদের পদযাত্রা চলমান আছে। বৈরি আবহওয়া ও বৃষ্টি উপেক্ষা করে যারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেলা ১ টায় ঝিনাইদহ থেকে মাগুরা শহরের ভায়না মোড়ে পৌছায়। এসময় ছাত্র সমন্বয়করা তাদেরকে অর্ভ্যথনা জানায়। পরে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়।