চাটমোহর পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ৩ নং ওয়াডের বিএনপি সভাপতি মোঃ শাহাদুল ও তার সাথে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের যুবদলের যুগ্মআহবায়ক মোঃ জাহাঙ্গির আলম টিটন এর আদলে মাটি বিক্রির কাজ করছে। খোজ নিয়ে জানা যায় এটি পানি উন্নায়ন বোডের খনন কাজ। বিল ও মাঠের জমির পানি নিস্কাষনের জন্য প্রতি ৩ থেকে ৪ বছর পর পর এ খনন কাজ করে থাকে। যা এর ধারাবাহিকতায় এ বছর খনন কাজ শুরু হয়। গত ৫ শে ফেব্রোয়ারি থেকে কাজ শুরু হয়। এ এ বছর কাজটি বিএনপি নিতা সাহাদুল সাব কন্টাকের মাধ্যমে তিনি খননের কাজ টি পায়। মহেলা ডাঙ্গার বিল থেকে শুরু হয়ে বোয়ালিয়া বগার বিল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুলা রয়েছে। পানি উন্নায়নের নিয়ম অনুযায়ি জুলার মাজ খানে খনন করে দুই পাশের পার বেধে দেয়া। কিন্তু তা না করে মাটি অন্য যায়গাতে টাকার বিনিময়ে বিক্রি করছে। এ ধরনের অবৈধ কাজে গ্রামের লোক বাধা দিতে তাদের কে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া শুরু করে। স্থানিয় কিছু লোকের মুখে শুনা যায় এর সংগে জরিতো আরো অনেকে আছে। বোয়ালিয়া গ্রামের বাসিন্দা পরিচয় গোপন রাখার শর্তে বলে বিএনপি নিতা সাহাদুল যুবদল নিতা টিটন বাদে ও মজিবরের ছেলে জনি (২৩) আলাউদ্দিনের ছেলে সজিব হোসেন (২৯) সহ আরো গোপন কিছু লোক এমাটি বিক্রির সাথে জরিত। আরো খোজ নিয়ে জানতে পারি মজিবরের ছেলে জনি এ ধরনের অবৈধ কাজ এর আগেও করেছে ছাত্রলিগের সাথে। কিছু লোক কে প্রশ্ন করলে তারা বলে তাদের বিবিন্নহুমকি ধামকি দেওয়া হয়। গ্রামের একজন কে জিঙ্গাসাকরায় যে তারা বাধা দিচ্ছে না কেনো। পরিচয় গোপন রাখার শর্তে বলে ২ মাস আগেও তাদের এ গ্যাং এবং ক্ষমতার অপব্যবহার করে বোয়ালিয়া গ্রামের পুকুরের মাছ ব্যবসাহি ও জেলেদের কাছ থেকে ৩ লক্ষ টাকা তারা চাদা নেয়। এবং মেরে ফেলার হুমকি দেয়। তাদের অপকর্ম দিন দিন বেরেই জাচ্ছে। দলের ক্ষমততা দেখাইয়া সরকারি কাজের মাটি বিক্রি করছে। এ বিষয়ে বিএনপি নিতা ও যুবদলের নিতার সাথে যোগাযোগ করতে চাইলে ও তারা কোন মন্তব্য করতে রাজি হয় নাই। গ্রামবাসির আবেদন এই ক্ষমতার দাপটে যেনো অবৈধ ভাবে মাটি বিক্রি করতে না পারে তাই ইওনো স্যার এর সহযোগিতা চায়।