বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নাম ওসি মোঃ আফজাল হোসাইন, যিনি শিবপুর মডেল থানার নেতৃত্বে আইনের শাসন ও জনসেবায় রেখেছেন অসামান্য ভূমিকা

বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নাম ওসি মোঃ আফজাল হোসাইন, যিনি শিবপুর মডেল থানার নেতৃত্বে আইনের শাসন ও জনসেবায় রেখেছেন অসামান্য ভূমিকা। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তার কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠা তাকে এনে দিয়েছে চারবার "পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ)"—যা পুলিশের সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতিগুলোর একটি।

সর্বশেষ ২০২৪ সালের এই গৌরবজনক ব্যাজটি তিনি আজ ১ মে ২০২৫, আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের হাত থেকে।

এই সম্মাননা প্রসঙ্গে ওসি মোঃ আফজাল হোসাইন বলেন, "এই পদক আমি উৎসর্গ করছি শিবপুর মডেল থানার সকল অফিসার ও সদস্যদের। এ অর্জন শুধুই ব্যক্তিগত নয়—এটি আমাদের সম্মিলিত পরিশ্রম, আত্মত্যাগ ও দায়বদ্ধতার প্রতিফলন। এই স্বীকৃতি আমাদের আরও আন্তরিকভাবে দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে অনুপ্রাণিত করবে।"

তার নেতৃত্বে শিবপুর মডেল থানা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে অর্জন করেছে অসাধারণ সাফল্য। বিভিন্ন সময় প্রশংসা পেয়েছে জেলা ও বিভাগীয় পর্যায়ে।

পুলিশের শৃঙ্খলা, নৈতিকতা ও জনবান্ধব সেবার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন এক উদাহরণস্বরূপ কর্মকর্তা। পুলিশ বাহিনীর অনেকেই মনে করেন, তার মতো সাহসী ও দক্ষ নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।