গতকাল বৃহস্পতিবার মে দিবস ২০২৫ পালন উপলক্ষে শ্রমিকদের কন্ঠে উচ্চারিত হয় "শ্রমিক মালিক এক হয়ে, দেশ গর্ব একসাথে।" এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও শ্রমিকদের ১১ টি সংগঠনের ব্যানারে মে দিবস পালন করেন।
উপজেলা প্রশাসন ও শ্রমিকদের নিজ নিজ ব্যানার নিয়ে উপজেলা চত্বরে জড়ো হতে থাকেন এর সাথে যোগ দেন চিমবারী উপজেলা বিএনপির নেতা কর্মীরা।
একত্র হয়ে শোভাযাত্রা ও রেলি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে বক্তারা বক্তৃতা দেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিএনপির সাবেক সম্পাদক মোঃ সাহেব আলী, আব্দুল মতিন শিরিন, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা মো: রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখি, বিএনপি নেতা ও সাংবাদিক মোঃ বদরুদ্দোজা বুলু, বিএনপি নেতা প্রফেসর শামসুদ্দিন, বিএনপি নেতা সবুজ, বিএনপি নেতা ও সাংবাদিক আবু ওবায়দুল হক খাজা, কৃষক দল নেতা নুর আলম ও বিএনপি'র সংগঠনের নেতৃবৃন্দ
শ্রমিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব চিলমারী সভাপতি হুমায়ুন কবিরসহ সাংবাদিকবৃন্দ।
বিএনপি নেতারা জানান, শ্রমিকদের অধিকার ও মর্যাদা আদায় সোচ্ছার হওয়ার আহ্বানও জানান।
শ্রমিক নেতারা জানান,
দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারাই দেশের চালিকাশক্তি। আরো বলেন জীবন মান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, নিরাপদ কর্ম পরিবেশ ও নিরাপত্তা থেকে বঞ্চিত। দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে এনেছে। মালিক শ্রমিকদের সম্পর্কে এনেছে ইতিবাচক পরিবর্তন। এই আন্দোলনের ফলেই শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ ঘন্টায়।
মে দিবস উপলক্ষে অটো রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে, চিলমারী উপজেলা নেতাদের সহযোগিতায় বালা বাড়ি হাট স্কুল মাঠে শ্রমিকরা তাদের কষ্টকে ভূলে গিয়ে গ্রামাঞ্চলের ঐতিহ্য খেলাধুলা আয়োজন করে মাতিয়ে তোলেন।
খেলাধুলার মুল আক'শন ছিল মোড়গ লড়াই ও হাড়িভাংগা, বিএনপি'র Itself মাথায় গামছা বেঁধে, নেচে-গেয়ে খেলায় অংশ নেয়ায় অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন। খেলায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, ছাত্রনেতা আবু সাইদ হোসেন, কৃষক দলের সাবেক সভাপতি আবুবায়দুল হক খাজা, ৯০ এর ছাত্রনেতা ও সাংবাদিক মো: বদরুদ্দোজা বুলু, জেলা কৃষকদল নেতা মো:মাহমুদুল হাসান,বিএনপি নেতা দুলাল, বিএনপি নেতা শামীমুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক লিপ্টন, সাধারণ সম্পাদক সাদ্দাম, জেলা কৃষক দলের সদস্য নুর আলম, মৎস্য দল ও তাতী দলের নেতৃবৃন্দ, অটো রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি মইনুল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় ব্যক্তিবর্গ।
এছারও গ্রাম্য খেলার মধ্যে ছোটদের দৌড়, পুকুর পাড় খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা, সেভেন আপ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেস ক্লাব চিলমারীর সভাপতি হুমায়ুন কবীরসহ সাংবাদিকবৃন্দ ।