কুড়িগ্রামের চিলমারীতে মহান মে দিবস/২০২৫ উদযাপন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী নেতাকে সমন্বয়কারী করে উদযাপন কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। জানা যায়, মে দিবস/২৫ উযপানের জন্য গত ২০/০৪/২০২৫ইং তারিখে উপজেলার বিএনপি নেতা ও সাবেক সভাপতি আব্দুল বারি সরকার স্বাক্ষরিত বাস্তবায়ন কমিটিতে উপজেলা আওয়ামীলীগের সদর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক এবং সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হিসেবে চলতি দায়িত্বে থাকা ছাবেদ আলী মন্ডল সবুজ কে সমন্বয়কারী করে কমিটি করা হয়েছে। 
আওয়ামী সুবিধাভোগী বিএনপি’র নেতা ফজলুল হক ও অন্যান্যদের যোগসাজসে সবুজকে সমন্বয়কারী করার অভিযোগ উঠেছে। আওয়ামী নেতাকে সমন্বয়কারী করে কমিটি করায় শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দিবসটি পালনে প্রতিবছর শ্রমিকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও এবারে উক্ত কমিটির কারণে শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হওয়ায় দিবসটি পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিরিন বলেন, বিএনপি নেতা আব্দুল বারি সাহেব আমাকে ও সিনিয়র বিএনপি নেতা ও অঙ্গ সংগঠনের  নেতা কারো সাথে পরামর্শ ছাড়াই অদৃশ্য কারণে আওয়ামী নেতাকে সমন্বয়কারী করেছেন বিষয়টি দুঃখজনক। এটা মেনে নেয়া যায় না, করতে দেয়া হবে না। চিলমারী  উপজেলা বিএনপি'র  সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী জানান , বিষয়টি খুবই দুঃখজনক আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।  বিএনপি নেতা মোঃ আবু সাইদ হোসেন পাখী জানান, শুধু আঃ বারী সরকার নয় যারাই এর সাথে জড়িত তাদের বিচার হওয়া দরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। আওয়ামী/সুবিধাভোগী, ফ্যাসিবাদী দলের ছত্রছায়ায় যারা ছিল তাদেরকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান। তাদের স্থান নাই চিলমারী উপজেলায়। 
 তারা জানান দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য নতুন করে কমিটি করা হবে। এ বিষয়ে সাবেক বিএনপি নেতা ওবায়দুল হক খাজা বলেন, আওয়ামী সরকার পতনের পর থেকে দলীয় প্রভাব দেখিয়ে আব্দুল বারি সরকার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এ বিষয়ে শ্রমিক নেতা মহির উদ্দিন জানান, দিবস উদযাপনকে লক্ষ্য করে বিএনপি নেতা আ: বারি সরকার আওয়ামী নেতাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন এবং আমাকে বাসায় ডেকে উদযাপন কমিটির তালিকা হাতে দিয়ে তাদের মাধ্যমে শ্রমিকদের নিকট থেকে জনপ্রতি ৫০ টাকা চাঁদা দাবি করছেন। সাইফুল মিস্ত্রি জানান ফ্যাসিবাদের ও তার দোসরদেরকে উদযাপন কমিটিতে রাখায়  তীব্র খোব প্রকাশ করেন। 
 সেসময় উপস্থিত ছিলেন বিএনপি'র আওয়ামী সুবিধাভূগী নেতারা , দিবসটি উদযাপনে আওয়ামী নেতার সংশ্লিষ্টতা থাকায় শ্রমিকরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক  এক প্রমিক  নেতা জানান, মে দিবসকে ঘিরে চাঁদা নেওয়ার পরিকল্পনা করতেছে আওয়ামী সুবিধাভোগীরা।
 এ ব্যাপারে চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারি সরকার তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানান, মে দিবস/২৫ উদযাপন কমিটি গঠনের বিষয়ে  কে বা কাহারা আমার স্বাক্ষরযুক্ত উদযাপন কমিটির তালিকা প্রকাশ করেছে তা আমার জানা নাই এ নিয়ে ধুম্রজাল  দেখা দিয়েছে চিলমারী উপজেলায়।