কুড়িগ্রামের চিলমারীতে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক কারবারীকে আটক করে।
গতকাল সোমবার সকাল ১০টায় চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের স্ত্রী আঞ্জামা বেগম (৫৩) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের একরামুল হকের স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম (৫০) কে একটি অটো রিক্সা থেকে ৭৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
চিলমারী মডেল থানায় সোপর্দ করে। এব্যাপারে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৭।
পরে আসামীদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন চিলমারী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম।