বাবা ও ছেলে মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পানিতে পড়ে ছেলের মৃত্যু হয়।
জানা গেছে, মঙ্গলবার ২৯ শে এপ্রিল আনুমানিক বেলা দেড় টার সময় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল চৌদ্দ বছরের লিটু।
তার বাবার নাম সুন্দর আলী, রমনা ইউনিয়নের, বানাড়ি পাড়া গ্রামের বাসিন্দা। অথৈ ব্রহ্মপুত্রে নৌকা করে বাবার সাথে ছেলে মাছ ধরতে যায়। নৌকা থেকে জাল মাছ ধরতে পানিতে ফেলার একপর্যায়ে লিটুর পায়ে জালের রশি প্যাচ লেগে যায়। ভারসাম্য রক্ষা করতে না পেরে পানিতে পড়ে ডুবে যায়। জেলেরা জাল দিয়ে কোন খোঁজাখুঁজির পর কড়াইবরশিওয়ালের কাছে, নদীতে পড়ে তলিয়ে থাকা লিটুর দেহ আটকে থাকতে দেখা যায়। সেখান থেকে কার মৃত্যু দেহ উদ্ধার করা হয়।