ফেনীর ছাগলনাইয়ার  জমদ্দার বাজারে আজ মঙ্গলবার বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ এর নেতৃত্বে গঠিত  ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
এ সময় মূল্য তালিকা না থাকা, ট্রেড লাইসেন্স না থাকা ও বিভিন্ন অসংগতি থাকায় ৪ মামলায় চার মুদি দোকানিকে ২৯ হাজার পাঁচশত টাকা জরিমানা  করেন ভ্রাম্যমাণ  আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ । 

বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।