ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ২২ মে ভোরে তাদের পুশইন করা হয়। এ সময় তাদের আটক করে ফেনী -৪ বিজিবির নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা। আটক বাংলাদেশিগণ কুড়িগ্রাম জেলার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া সীমান্ত ও ফুলগাজী বিওপি ক্যাম্পের আওতাধীন এলাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী- ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন মর্ণিং পোষ্টকে জানান, বৃহস্পতিবার ভোর রাতে বিএসএফ কর্তৃক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে।বিধি অনুযায়ী তাদের সকলকে থানায় সোপর্দ করা হয়েছে।