সোমবার (২৫ আগস্ট) বিকেলে চরমহল্লা ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
তার বক্তব্যে তিনি বলেন—
"রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। আমাদের দায়িত্ব হলো এই কর্মসূচি গ্রামে-গ্রামে, এমনকি ঘরে-ঘরে পৌঁছে দেওয়া।"
জনসভায় সভাপতিত্ব করেন চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক হোসিয়ার আলী মেম্বার। সভা যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান এবং যুবদল নেতা আব্দুল মালিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ,
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন,
যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত,
ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এখলাছুর রহমান, এডভোকেট আব্দুল আহাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান,
চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ,
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, ফরিদ আহমদ, আশরাফুল হক খেলন,
চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,
বিএনপি নেতা আলা উদ্দীন, এস এম সমরু মিয়া, সাজ্জাদ রহমান সাজ্জাদ, আনোয়ার হোসেন ময়না, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন।
এছাড়াও সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ,
জেলা ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলী,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, রাহেল আহমদ,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস,
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম,
জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ,
পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন,
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদ, আলা উদ্দীন,
চরমহল্লা ইউনিয়ন বিএনপি নেতা সোনা মিয়া, সামসুল ইসলাম, মাসুক মিয়া, ফরিদ আহমেদ, হারুন রশীদ,আব্দুল মতিন, ইব্রাহিম আলী, আনফর আলী,যুবদল নেতা কামাল উদ্দীন, ফয়ছল আহমদ মাসুম, সফিকুল ইসলাম, আবদুল মুকিত,স্বেচ্ছাসেবক দল নেতা দুদু মিয়া,ছাত্রদল নেতা জুনায়েদ আহমদ ইভান, হাসনাত সৌরভ, আল আমিন, রাসেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে। এ জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে।