ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে ২৪ মার্চ বিকেল ৪ঘটিকায় কসবা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী শাহেব উল্লাহ, এবং সভাপতিত্ব করেন মোঃ মনিরুল হক মনির।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে বিগত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণমানুষের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি:
হাসনাত আব্দুল্লাহ,
সহ-সাংগঠনিক সম্পাদক, দক্ষিণাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিশেষ অতিথি:
মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ড. আশরাফুল ইসলাম সুমন, সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জিহান মাহমুদ, সংগঠক, দক্ষিণাঞ্চল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য:
প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহ বলেন, "হাসিনা সরকার ফেরাউনের চেয়েও বেশি স্বৈরাচারী ছিলেন।" তিনি উল্লেখ করেন, বিগত সময়ে আওয়ামী সরকারের আমলে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের ওপর যে হামলা চালানো হয়েছিল, সেই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।