প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত সাধারণ সভায় বিগত বছরের সাফল্য ও গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করে এনসিটিএফ সদস্যবৃন্দ। এছাড়া এনসিটিএফ জেলা কমিটির বিভিন্ন পদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) সকালে জয়পুরহাট প্রেস ক্লাবে আয়োজিত সাধারণ নির্বাচনে এনসিটিএফ জয়পুরহাট জেলার সভাপতি ফাহিম জামান এর সভাপতিত্বে অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্ইয়েস বাংলাদেশ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, জেলা ভলান্টিয়ার মো. সালেহুর রহমান সজীব ও শান্তনা পারভীর।
দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ৩৫ জন শিশু অংশগ্রহণ করেন। নির্বাচনে বিভিন্ন পদে ১৮ শিশু প্রতিদ্বন্দিতা করেন। পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি পদে মো.আল তাহমিদ রেজা, সহ-সভাপতি পদে পড়শি রানী সরকার, সাধারণ সম্পাদক পদে রুমাইয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তৌফিক হাসান তানিম, সাংগঠনিক সম্পাদক পদে সরদার আহনাফ তামজিদ, শিশু সাংবাদিক পদে তানিম মোহাম্মদ রুদ্র ও নুসাইবা নুহেরি, শিশু গবেষক পদে সাইদ কাউসার নিরব ও তাসনূভা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার পদে আল দ্বীন চৌধুরী তূর্য ও জেরিন তাসনিম।
নির্বাচন শেষে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও সদ্য সাবেক কমিটির সদস্যের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
পরে নব-নির্বাচিত এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।;